এই মুহূর্তে পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটি গর্বের প্রতীক। আন্তর্জাতিকভাবে এই সেতু বাংলাদেশকে উচ্চ মর্যাদার জায়গায় নিয়ে গেছে।
অনেক প্রতিকূলতা ও বাধা ডিঙিয়ে, আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক ও দুঃসাহসিক সিদ্ধান্তে পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে পদ্মা সেতুর মতো এত বড় প্রকল্প বাস্তবায়ন সত্যি অবিশ্বাস্য।
সরকারের ধারাবাহিকতা, সদিচ্ছা-সর্বোপরি রাজনৈতিক স্থিতিশীলতা থাকার কারণে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। এই সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত অঞ্চলকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসবে। অর্থনীতি ও জিডিপিতেও এই সেতু মাইলফলক হিসাবে ভূমিকা রাখবে।
পদ্মা সেতুর মতো বৃহৎ একটি প্রকল্পে বিএসআরএম অংশগ্রহণ করতে পেরেছে কোয়ালিটি রড সরবরাহ করে। ৫০ কিলোমিটার সড়ক হয়েছে বিএসআরএমের রডে। এছাড়া সেতুর অবকাঠামো (স্ট্রাকচার) তৈরির ৯৫ শতাংশ স্টিল সরবরাহ করেছে বিএসআরএম।
সম্পুর্ন নিউজটি পড়তে ক্লিক করুন।